দোকানে মজুত রাখা ৭১ বস্তা সার জব্দ, জরিমানা ১০ হাজার টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৫ অক্টোবর ২০২২
অবৈধভাবে মজুত রাখায় জব্দ করা হয় সার

যশোরের চৌগাছা উপজেলায় দোকানে অবৈধভাবে মজুত রাখা ৭১ বস্তা রাসায়নিক সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা। এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, কৃষি কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনে গ্রামে বের হয়েছিলেন। তারা চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার পার হয়ে দেখতে পান একটি আলমসাধুতে (স্থানীয় ইঞ্জিন চালিত যানবাহন) বেশ কয়েক বস্তা রাসায়নিক সার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি থামিয়ে দেখা যায় সেটিতে করে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছ থেকে ক্যাশ মেমো নিয়ে দেখা যায় সারের অতিরিক্ত দাম নেওয়া হয়েছে। এতে প্রতীয়মান হয় চৌগাছা উপজেলার বরাদ্দের সার অতিরিক্ত মূল্যে অন্য উপজেলায় পাচার হচ্ছে। বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ইউএনওকে জানানো হয়।

সমরেন বিশ্বাস আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেখা যায় বিক্রেতার সার বিক্রির কোনো লাইসেন্সই নেই। অথচ তিনি নিজের দোকানের গুদামে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার মজুত রেখেছেন। পরে তার গুদাম থেকে ৫০ কেজি বস্তার ১৪ বস্তা ইউরিয়া, ২৯ বস্তা টিএসপি, ২৪ বস্তা ডিএপি এবং ৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

ইউএনও সুলতানা বলেন, ওই দোকানির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ সার মাইকিং করে প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে বিক্রিলব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।