মাদারীপুরে বসেছে আড়াইশ বছরের ‘কুন্ডুবাড়ির মেলা’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২
কুন্ডুবাড়ির মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা

মাদারীপুরের কালকিনি পৌরসভায় শুরু হয়েছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ‘কুন্ডুবাড়ির মেলা’। সোমবার (২৪ অক্টোবর) মেলা শুরু হলেও ঝড়ের কারণে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে মানুষের সমাগম বাড়ে। মেলা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার গোপালপুরের কুন্ডুবাড়িতে ১৭৮৩ সালের নভেম্বরে দীপাবলি ও কালীপূজা উপলক্ষে দীন নাথ কুন্ডু ও মহেশ কুন্ডু মেলার আয়োজন করেন। তাই কুন্ডুদের বংশের নামানুসারে এ মেলার নামকরণ হয় কুন্ডুবাড়ির মেলা। এ সময় দীপাবলির পরদিন এ অঞ্চলের বিভিন্ন কালি প্রতিমা জড়ো করা হতো। এর মধ্যে যাদের প্রতিমা সর্বাধিক থেকে সেরা হতো তাদের পুরস্কার দেওয়া হতো। সে সময় চিত্তবিনোদনের জন্য পুতুল নাচ, কবিগান, জারি গান, পালাগান, নৌকাবাইচ হতো।

কালের বিবর্তনে এসব বন্ধ হলেও নাগর দোলার আয়োজন এখনো আছে। বংশপরম্পরায় প্রতি বছর এ মেলা আয়োজন করা হয়ে থাকে। সাত দিনব্যাপী এ মেলায় ৭ থেকে ৮ কোটি টাকার পণ্য বিকিকিনি হয়।

বর্তমানে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে। শুধু কুন্ডুবাড়ি জুড়ে নয় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার দুপাশে বসেছে বহু দোকান। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্রের জন্য এ মেলা বিখ্যাত।

মাদারীপুর ছাড়াও ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, মাগুরা, যশোর, নড়াইলসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা তাদের মাটির, বাঁশের ও কাঠের তৈরি বিভিন্ন মালামাল ট্রাকযোগে বিক্রির জন্য মেলায় নিয়ে আসে।

মেলায় ঘুরতে আসা ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘুরতে এসে একটা কাঠের খাট পছন্দ হয়েছে। ভাবছি কিনে নিয়ে যাবো।’

পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাসু দেব কুন্ডু বলেন, দীপাবলি ও কালীপূজা উপলক্ষে আমাদের পূর্ব পুরুষরা মাত্র ৪ একর জমির ওপর মেলার আয়োজন করেন। পরে ধীরে ধীরে মেলার বিস্তৃতি হয়। প্রতি বছর মেলায় কমপক্ষে ৭ থেকে ৮ কোটি টাকার বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হয়। মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছেন।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।