সাক্ষ্য দিতে না আসায় এসআইয়ের বেতন বন্ধের আদেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৫ অক্টোবর ২০২২

একাধিকবার নোটিশ দেওয়ার পরও সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার বেতন-ভাতা বন্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. শহিদুর রহমান। তিনি পঞ্চগড়ের বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। বর্তমানে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার কুমারপাড়া এলাকার শেখ মোজাম্মেল হক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন। মামলায় স্থানীয় ছয়জনকে আসামি করা হয়। বোদা থানার তৎকালীন এসআই শহিদুর রহমান মামলাটির তদন্ত করে একই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এরই মধ্যে আটজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কিন্তু তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি সাক্ষ্য দিতে আসেননি। এতে মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে সময়ক্ষেপণ হচ্ছিল।

মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও অনুপস্থিত থাকেন এসআই শহিদুর রহমান। পরে বিচারক আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্য দেওয়া না পর্যন্ত তার বেতন-ভাতা বন্ধ রাখার আদেশ দেন।

পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম বলেন, আদালতের আদেশটি পঞ্চগড়ের পুলিশ সুপার, রংপুরের ডিআইজির কার্যালয় এবং পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হবে।

জানতে চাইলে এসআই শহিদুর রহমান বলেন, তিনি বদলিজনিত কারণে সময়মতো আদালতের নোটিশ পাননি। এছাড়া অবস্থানগত কারণে সময়মতো সাক্ষ্য দিতে আসতে পারেননি। তবে আগামী ১৩ নভেম্বর সাক্ষ্য দিতে আসবেন বলে তিনি জানান।।

সফিকুল আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।