অদম্য তামান্নার সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৬ অক্টোবর ২০২২

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যশোরের ঝিকরগাছার তামান্না নূরার সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ পরিদর্শন শেষে তামান্নার সঙ্গে দেখা করেন তিনি।

শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে তামান্নাকে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে তামান্নার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন বলে জানান। এ সময় শিক্ষামন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান তামান্না।

এরআগে, বাম পা দিয়ে লিখে সব বাধা অতিক্রম করে এইচএসসি পর্যন্ত সাফল্য অর্জন করায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তামান্নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ফোন করেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফোনে তার সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি।

তামান্না নূরা বলেন, ‘শিক্ষামন্ত্রী খুবই আন্তরিক। আমি ভালো ফলাফল করার পর তিনি খুশি হয়ে আমাকে ফোন দিয়েছিলেন। তখন তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন। আমাকে সাহস জুগিয়েছিলেন। ওই সময়ে তিনি আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা পোষণ করেছিলেন। আজ আমার সঙ্গে দেখা করেছেন। আমার বর্তমান পড়াশোনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।’



তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী পড়াশোনার বিষয়ে আমাকে দিকনির্দেশনা দেন এবং আমার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে জানিয়েছেন।’

শিক্ষাজীবন শেষ করে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হতে চান অদম্য মেধাবী তামান্না নূরা। গবেষণায়ও নিজেকে নিয়োজিত করার ইচ্ছা রয়েছে তার।

তামান্নার বাবা রওশন আলী বলেন, তামান্না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে সে উত্তীর্ণ হয়েছে। মার্কস এসেছে ৪৮.২৫। মাইক্রোবাইলোজিতে পড়তে চায় তামান্না।’

এ সময় তামান্নার সঙ্গে দেখা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবীব, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার প্রমুখ।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান। অদম্য এই মেধাবী শুধু একটি পা দিয়ে বিজ্ঞান বিভাগ থেকে সবকটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমক দেখিয়েছিলেন।

তার এই সাফল্যে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা ফোন করে তার খোঁজখবর নেন। একই সঙ্গে, তারা দুই বোন তামান্নার স্বপ্ন পূরণে এগিয়ে আসেন। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও করেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।