রেললাইনে বিকল ট্রাক, দুর্ঘটনা থেকে রক্ষা পেল মহুয়া কমিউটার ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৭ অক্টোবর ২০২২
রেললাইনে দাঁড়িয়ে ট্রেন, আটকে আছে ট্রাক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপর একটি ট্রাকের চাকা দেবে বিকল হয়ে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ অঞ্চলের রেল চলাচল। তবে এসময় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মহুয়া কমিউটার ট্রেন।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ঘুণ্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে মহুয়া কমিউটার ছাড়াও পাশের স্টেশনে আটকা পড়ে অগ্নিবীনা এক্সপ্রেস ও ভাওয়াল এক্সপ্রেস।

ট্রাকটির চালক ও সহকারীর বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, রাত ৯টার দিকে ট্রাকটি সাতখামাইর এলাকা থেকে বরমীর দিকে যাচ্ছিল। এসময় রেললাইন পার হওয়ার জন্য ওঠার আগেই ট্রাকটির ডান পাশের পেছনের দুটি চাকা সড়কের উপর দেবে যায়। ফলে ট্রাকের সামনের অংশ রেললাইনের উপরে উঠে আটকে যায়। ওই গেটে দায়িত্বরত গেটম্যান নিশ্চিত দুর্ঘটনা আঁচ করতে পেরে তাৎক্ষণিক বিষয়টি দায়িত্বরদের জানালে ট্রেনটি দুর্ঘটনাকবলিত ট্রাকের খুব কাছাকাছি এসে থামে।

গেটম্যান মো. মিনহাজ উদ্দিন জানান, ট্রাকটি ক্রসিং পার হওয়ার সময় ক্রসিংয়ের পাশেই দেবে যায়। ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সেসময় আসছিল। আমি তাৎক্ষণিক বিষয়টি কর্তব্যরত শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারকে জানাই। এক পর্যায়ে ট্রেনটি ট্রাকের খুব কাছাকাছি এসে থামে।

শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, গেটম্যানের কাছ রেললাইনে ট্রাক আটকে পড়ার খবরটি মহুয়া ট্রেনের গার্ড, পরিচালককে জানানো হয়। তারা ট্রেনটি দ্রুত থামিয়ে দেন।

মো. আমিনুল ইসলাম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।