পেট্রাপোল বন্দরে বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:১৮ এএম, ২৮ অক্টোবর ২০২২
ট্রাকচালক ফারুক হোসেন

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারুক হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।

বেনাপোল ট্রাকশ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফারুক ঢাকা মেট্রো ট-১৬-৪৭১৮ নম্বরের ট্রাকে করে রানার্স মোটর লি. ঢাকার রপ্তানি পণ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। পণ্য খালাস হওয়ার আগেই ট্রাকের মধ্যে তার মৃত্যু হয়। তার মরদেহ ভারতের ২৪ পরগণা জেলার বনগাঁ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, ফারুকের মরদেহ দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ভারত থেকে মরদেহ হস্তান্তরের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।