ছাগল আনতে মাঠে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার এক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৮ অক্টোবর ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাগল আনতে মাঠে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৫)। বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে চরএলাহী থেকে অভিযুক্ত তরুণকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তরুণের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকায়। শুক্রবার (২৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান।

তিনি বলেন, বুধবার দুপুরে মাঠ থেকে ছাগল আনতে গেলে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দিলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে আসামিকে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ ওই এলাকার ইটভাটার শ্রমিক। মাঝে মধ্যে কিশোরীকে রাস্তায় একা পেলে ইভটিজিং করতো। মঙ্গলবার সকালে কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সে বুধবার দুপুরে মাঠে একা পেয়ে ধর্ষণ করে।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।