প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৮ অক্টোবর ২০২২

মাদারীপুরে প্রতিবন্ধী তরুণীকে (১৪) ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব ছিলারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল সরদার সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলার বিবরণে জানা যায়, প্রতিবন্ধী ওই তরুণী পরিবারের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদারের বাসায় ভাড়া থাকতেন। তার মা একটি স্কুলে অফিস সহায়কের কাজ করেন। বাবা দিনমজুরের কাজ করেন। এ দম্পতির মেয়ে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাকে বাসায় রেখে বাবা-মা দুজন কাজে যেতেন।

২৯ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সরদার ওই তরুণীর ঘরে যান। ঘর তাকে একা পেয়ে ধর্ষণ করেন। সন্ধ্যায় তরুণীর মা-বাবা বাড়িতে আসলে তাদের বিষয়টি জানালে তরুণীকে অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন তরুণীর মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় সাবেক চেয়ারম্যান বাবুল সরদারকে একমাত্র আসামি করে মামলা করেন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে বাড়ি তেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধর্ষণের শিকার তরুণীর বাবা বলেন, বাবুল সরদার আমার স্ত্রীকে মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন দিয়ে নানাভাবে ভয় দেখান। কিন্তু আমরা তার কথা শুনি নাই। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় করেছে আমি তার বিচার চাই। আমি কোনো আপোষ চাই না। তার শাস্তি চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযুক্ত বাবুল সরদার মামলার পর থেকে পলাতক। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়। বার বার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে করতে বেগ পেতে হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।