চলন্ত বাসের দরজায় থাকা হেলপারের পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. মোজাফ্ফর (৬৫)। দুর্ঘটনার সময় তিনি বাসের দরজায় ছিলেন।
নিহত মোজাফ্ফর নওগাঁর শিগরামপুর এলাকার বাসিন্দা। তিনি পর্যটকবাহী একটি বাসের হেলপার ছিলেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কের কুহালং ইউপির গলাচিপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাসের দ্বিতীয় হেলপার সাজ্জাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজশাহীর মোহনপুর থেকে নবাবী এন্টারপ্রাইজের বাসটি ২২ অক্টোবর দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণের জন্য বের হয়।
জাফলং, মাধবকুন্ডু, খাগড়াছড়ি, রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বান্দরবানে যায় বাসটি। এরপর গলাচিপা স্টিল ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে হেলপারের দুটি পা কেটে সেখানেই পড়ে যায়। ঘটনার সময় বাসের দরজায় পা ঝুলিয়ে বসে ছিলেন হেলপার মোজাফ্ফর।
এরপর লোকজন তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উ অংছেন মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো.কারিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়ন চক্রবর্তী/জেডএইচ/