‘জাতীয় পার্টিতে এখন দেবর-ভাবির লড়াই চলছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০২২
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী

আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোনো নেতা এমপি হবেন এটা চিন্তা করাও দুঃস্বপ্ন। জাতীয় পার্টিতে এখন দেবর-ভাবির লড়াই চলছে। দেবর তার ভাবিকেই চেয়ারে বসতে দেন না, সে দলের অন্য নেতাকর্মীদের বসতে দিবেন, এটা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

তিনি আরও বলেন, আগামী ১০ তারিখের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে তো দুরের কথা, বিএনপি চলবে কিনা সন্দেহ আছে। শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে যিনি এখন বাসায় আছেন। তার কথায় বিএনপি চলবে, এমন কথায় সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন। আগামীতে মায়ের কথায় বিএনপি চলবে, নাকি ছেলের কথা চলবে সেটাই এখন দেখার পালা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।