ফেনীতে ৫ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০২২

ফেনীতে পাঁচ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক অভিযান চালিয়ে এ আদেশ দেন।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, স্বাস্থ্যসেবার সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণ না করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ডা. হায়দার ক্লিনিককে দেড় লাখ টাকা, তারেক ফিজিওথেরাপিকে ১৫ হাজার টাকা, ফেনী নিউ পপুলার ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা, ফেনী ক্লিনিককে ৭০ হাজার টাকা ও এনআইএস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেনীতে ৫ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানে ফেনী ট্রমা সেন্টারের কনসাল্টেন্ট ডা. ফয়েজ আহমেদ মুরাদ, ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ উদ্দৌলা, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. যুবায়ের ইবনে খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।