ফেনীতে স্বর্ণকারকে কুপিয়ে প্রকাশ্যে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ৩০ অক্টোবর ২০২২
দোকানে ঢুকে স্বর্ণকারকে কুপিয়ে জখম করে ডাকাত দল

ফেনীর সোনাগাজী উপজেলায় স্বর্ণকারকে কুপিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকানি অর্জন চন্দ্র দাস গুরুত্বর আহত হন। রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে জোহরের নামাজের সময় হঠাৎ দুই মোটরসাইকেলযোগে পাঁচ-ছয়জন সশস্ত্র অবস্থায় জমাদার বাজারের স্বর্ণের দোকান অর্জুন শিল্পালয়ে ঢুকে পড়ে। এ সময় দোকানি অর্জুন চন্দ্র দাসকে কুপিয়ে জখম করে তারা। দোকানের শোকেচ ভেঙে স্বণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা দোকানিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জাগো নিউজকে বলেন, জোহরের নামাজের সময় নীরবতা পেয়ে ডাকাতদল পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। চরদরবেশ ইউনিয়নের দিকে থেকে ডাকাত দল এসে আবার সে দিকে চলে যাওয়ার খবর পেয়েছি।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দ্যাইয়ান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।