বিএনপি-জামায়াত ঠেকাতে যুবলীগই যথেষ্ট: নিক্সন চৌধুরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩০ অক্টোবর ২০২২

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী) বলেছেন, ১১ নভেম্বর ঢাকায় যুবলীগের জনসভায় বিএনপি-জামায়াত জোট ও স্বাধীনতাবিরোধী শক্তিকে দেখিয়ে দিতে চাই, আপনাদের জন্য আওয়ামী লীগের নামার দরকার নেই। আপনাদের জন্য আমাদের অন্য কোনো সংগঠন নামার দরকার নেই। শেখ হাসিনার নির্দেশে আপনাদের জন্য শেখ ফজলে শামস পরশের যুবলীগই যথেষ্ট।

আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ উপলক্ষে রোববার (৩০ অক্টোবর) দুপুরে গাজীপুরে ভাওয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়াদ্দার সৈকত, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা যুবলীগের নেতাকর্মীরা।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।