ধানের জমিতে মিললো মুক্তিযুদ্ধকালীন মর্টারশেল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ নভেম্বর ২০২২

দিনাজপুরের হিলিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। এগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের সময় এগুলো ফেলা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের একটি মাঠ থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়।

jagonews24

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার মহেশপুর গ্রামের ইউসুফ আলী নামের এক কৃষক তার ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন। এ সময় কোদালে শক্ত কিছু অনুভব করেন। পরে মাটি খুঁড়ে মর্টারশেল দুটি বের করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

jagonews24

ওসি আরও জানান, মর্টারশেল দুটি নিষ্ক্রিয়। ধারণা করা হচ্ছে মুক্তিযোদ্ধ চলাকালীন এগুলো ফেলা হয়েছিল।

মাহাবুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।