মুন্সিগঞ্জে উপ-নির্বাচন
নারীদের ভোটকেন্দ্রে আসতে বাধার অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
এদিকে সকালে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবলাকী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসার পথে বেশ কিছু নারী ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী ভোটার।
রহিমা নামের এক নারী ভোটার বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে আছে কয়েকজন। বেছে বেছে ভোটারদের ভেতরে ঢুকতে দিচ্ছে। নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন এ কাজটা করছে।’
আরেক নারী ভোটার বলেন, ‘আমারে খেদায় দিছে। আমি কইতাছিলাম আমি কারও পক্ষের না, তাও এমনডা করলো মিঠুর লোকজন। পরে পলাই আসতাছিলাম, ওই জায়গায়ও ৫০ জন দাঁড়িয়ে ছিল।’
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকেই দায়িত্ব পালন করছি, এখন পর্যন্ত আমার কাছে এমন অভিযোগ কেউ করেনি। যদি কোনো অভিযোগ পাই তবে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে চরবলাকী নতুনচর কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জাগো নিউজকে বলেন, কয়েকজন নারী এমন অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্রে ভোটের পরিবেশ স্বাভাবিক আছে।
হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৮৫৪ জন। এদের মধ্যে নারী ৯ হাজার ৭২৮ ও পুরুষ ৯ হাজার ১২৬ জন।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম