পার্বতীপুর পৌরসভার নতুন মেয়র নৌকার প্রার্থী আমজাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৩ নভেম্বর ২০২২

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিজয়ী হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) রাতে দিনাজপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক ভোটের এই ফলের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ৩৩ হাজার ৩৯৯ ভোটারের মধ্যে ২১ হাজার ৯৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নৌকা প্রতীকে আমজাদ হোসেন ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে এ জেড এম মেনহাজুল হক পেয়েছেন ৯ হাজার ২২৯ ভোট।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত পার্বতীপুর পৌরসভা ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০১১ সালের ২৭ জানুয়ারি পৌরসভাটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র এ জেড এম মেনহাজুল হক নির্বাচিত হন। ২০১৬ সালে তার মেয়াদ শেষ হলেও পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সঙ্গে সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত ছিল। পরে উচ্চ আদালতের রায়ে প্রায় একযুগ পর নির্বাচন অনুষ্ঠিত হলো।

এমদাদুল হক মিলন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।