ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৪ নভেম্বর ২০২২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফেনীর উত্তর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁডির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসআই আলী আকবর জানান, এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে লাকসাম জিআরপিতে মামলার প্রস্তুুতি চলছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।