চিত্রা নদীতে মিললো নারীর অর্ধগলিত মরদেহ
নড়াইলের চিত্রা নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সদর থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে দুপুরে বিজয়পুর-বেনাডোব খেয়াঘাট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। বোরকা পরা অজ্ঞাতপরিচয় এ নারীর মরদেহটি ছিল অর্ধগলিত।
ধারণা করা হচ্ছে চার-পাঁচদিন আগে তিনি মারা গেছেন। নিহতের শরীরে কোনো ক্ষত আছে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সদর হাসপাতালে ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/জেএস/এএসএম