ভান্ডারিয়ায় ব্যাংক থেকে প্রতারক চক্রের ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৮ নভেম্বর ২০২২

পিরোজপুরের ভান্ডারিয়ার সোনালী ব্যাংক শাখা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ব্যাংক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মৃত ফারুক ভূঁইয়ার ছেলে মো. ফিরাজ ভূঁইয়া (৩৫) একই এলাকার মৃত রশিদ খানের ছেলে সামাদ খান (৬৬) এবং মৃত জালাল ফরাজির ছেলে মো. জয়নাল ফরাজি (৬৪)।

ভুক্তভোগী হালিমা আক্তার জানান, ৬ সেপ্টেম্বর ব্যাংক থেকে ৪০ হাজার টাকা তোলেন। টাকা তোলার পরে গণনার সময় তিন প্রতারক তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এরপর পুরাতন টাকার পরিবর্তন করে নতুন টাকা এনে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি শাখা ব্যবস্থাপকে জানালে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ব্যাংকে ভিড়ের মধ্যে প্রতারক চক্রটি টাকা নিয়ে পালিয়ে যায়।

ভান্ডারিয়ার সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার তিনজনকে ব্যাংকের মধ্যে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সঙ্গে তাদের মিল থাকায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটির সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ নেওয়া হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।