পাবনা ছাত্রলীগের নতুন কমিটির সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
সদ্য ঘোষিত পাবনা জেলা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একাংশের নেতাকর্মীরা। একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
নেতাকর্মীদের দাবি, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি জেলা ছাত্রলীগের কোনো কাজেই ছিলেন না। ঢাকায় থেকে পড়াশোনা করেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিংয়ের মাধ্যমে পদ পেয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে পাবনা পৌর শহরের আলিয়া মাদরাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেপির মোড়ে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন- ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম, নিয়ন খান, সাইদুজ্জামান সজীব, রাকিব বিশ্বাস ও রিয়ন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদ্য পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ আংশিক কমিটি ঘোষণা করেছে। এখানে সাধারণ সম্পাদক পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি পাবনার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। ঢাকায় থাকেন এবং সেখানেই পড়াশোনা করেন। অর্থ দিয়ে ও প্রভাব খাটিয়ে তিনি সাধারণ সম্পাদক হয়েছেন।

বক্তারা আরও বলেলন, যারা বছরের পর বছর দলের জন্য নিবেদিত প্রাণ তাদের বাদ দিয়ে হাইব্রিড সদস্যকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাব্বিউল ইসলাম সীমান্তকে পদ থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখে তাকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
এ বিষয়ে সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তের মোবাইল নম্বরে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
৭ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত পাবনা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সাবেক জেলা ছাত্রলীগের সদস্য মিজানুর রহমান সবুজকে সভাপতি ও জেলার সাবেক উপ-অর্থ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে সাধারণ সম্পাদক করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে হাবিবুর রহমান রিঙ্কু এবং মুজিবুর রহমান খান ও হাসিব বিশ্বাস ফারাবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আমিন ইসলাম জুয়েল/এসজে/এমএস