দাফনের ৩৮ দিন পর প্রবাসীর মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৯ নভেম্বর ২০২২

মাগুরার মহম্মদপুরে দাফনের ৩৮ দিন পর আবু বক্কর শেখ নামের এক প্রবাসীর মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ধোয়াইল এলাকা থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।

এর আগে গত ২ অক্টোবর নিজ বাড়িতে মারা যান আবু বক্কর শেখ। বিষয়টি তার ছেলে সিজান মাহমুদ সাগরের রহস্যজনক মনে হলে ১১ অক্টোবর একটি মামলা করেন তিনি। আবু বক্কারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।

সিজান মাহমুদ সাগর বলেন, তার বাবা দীর্ঘদিন বিদেশে ছিলেন। গেল বছর বাড়িতে চলে আসেন তিনি। এরপর জমিজমা ও মায়ের পরকীয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তার সঙ্গে ঝগড়া হতো। এ কারণে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মাসহ ৫ জনকে আসামি করে মামলা করেন সাগর। পরে আদালত তদন্তের স্বার্থে কবর থেকে তার মরদেহ উত্তোলনের আদেশ দেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।