মুন্সিগঞ্জের ঢালিস আম্বার রিসোর্টকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১১ নভেম্বর ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাহেরকুচি গ্রামের জনপ্রিয় রিসোর্ট ঢালিস আম্বার নিবাসকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

jagonews24

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে রান্নাঘর নোংরাসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।

jagonews24

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

জরিমানার কারণ হিসেবে মানবদেহের জন্য ক্ষতিকারক রং, আমদানিকারকের তথ্যবিহীন বিভিন্ন খাদ্যপণ্য, ফ্রিজে রান্না করা এবং কাঁচা মাংস একসঙ্গে রাখাসহ বিভিন্ন কারণ উল্লেখ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

jagonews24

তিনি বলেন, তাদের দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় কাগজের জন্য আবেদন করবেন এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা নেবেন। সেটি করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।