দুই ঘণ্টা পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১২ নভেম্বর ২০২২

দুই ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, সকাল ১০টা ২০মিনিটের দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ১০টা ২০মিনিটের দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ময়মনসিংহ গামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় যাত্রাবিরতি করছে। এতে তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে।

তিনি আরও বলেন, আরেকটি ট্রেনের ইঞ্জিন এনে বিকল ট্রেনে যুক্ত করা হয়। এরপর দুপুর পৌনে ১ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মো. আমিনুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।