যশোরে চালক খুন : ইজিবাইক ছিনতাই


প্রকাশিত: ১২:০২ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

যশোরে রাব্বী (১৪) নামের এক কিশোর ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমাবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার দশপাকিয়া মাঠের একটি ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাব্বী শহরের মিশনপাড়া এলাকার ভাড়াটিয়া মঞ্জুর হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায় বলে জানা গেছে।

নিহতের খালু শাহাজান আলী জানান, রাব্বী শহরে ইজিবাইক চালাতো। রোববার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি রাব্বীকে খুঁজতে তাদের ভাড়া বাড়িতে যান। তিনি রাব্বীর ইজিবাইকের মালিক পরিচয় দিয়ে তার মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি রাতের কোন এক সময় রাব্বীকে ইজিবাইকের যাত্রী বেশে ভাড়া করে নিয়ে যায়। এরপর তার ইজিবাইকটি ছিনতাই করে হত্যা করেছে। রোববার রাত থেকে স্বজনরা রাব্বীকে খোঁজাখুজি শুরু করে। সোমবার বিকেলে তার লাশের সন্ধান পাওয়া যায়। তবে তার ইজিবাইকের কোনো সন্ধান মেলেনি।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, রাব্বীর লাশ উদ্ধার হয়েছে। তবে কেউ আটক হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।