লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ৬ কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:২০ এএম, ১৪ নভেম্বর ২০২২

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে ৬টি উপ-কমিটি করা হয়েছে। ২১ নভেম্বর জেলা স্টেডিয়ামের এ সম্মেলনে অর্ধলাখ নেতাকর্মী জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, সম্মেলন সফল করতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে জেলার ৫৮টি ইউনিয়ন থেকে এক হাজার করে নেতাকর্মী আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এছাড়া ১৭ নভেম্বর জেলা স্টেডিয়ামে জেলার ২ হাজার দায়িত্বশীল নেতা নিয়ে প্রস্তুতি সভা করা হবে। সেখানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন কমিটি এবং তৃণমূলের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। তাদের সম্মেলন ও আগামীর আন্দোলন-সংগ্রাম নিয়ে বার্তা দেওয়া হবে।

উপ-কমিটিগুলো হলো- অভ্যর্থনা, প্রচার-মিডিয়া, মঞ্চ-সাজসজ্জা, স্বেচ্ছাসেবক-শৃঙ্খলা, আপ্যায়ন ও অর্থ। সফিকুল ইসলামকে আহ্বায়ক ও নুরুল হুদা পাটওয়ারীকে সদস্য সচিব করে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। শামছুল ওমর শামীমকে আহ্বায়ক ও মহি উদ্দিন বকুলকে সদস্য সচিব করে প্রচার-মিডিয়া কমিটি, আবদুল মতলবকে আহ্বায়ক ও রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাকে সদস্য সচিব করে মঞ্চ-সাজসজ্জা কমিটি, আহসানুল কবির রিপনকে আহ্বায়ক ও এ কে এম সালাহ উদ্দিন টিপুকে সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক-শৃঙ্খলা কমিটি, মো. শাহজাহানকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্য সচিব করে আপ্যায়ন কমিটি, আনোয়ার হোসেন খানকে আহ্বায়ক ও মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে সদস্য সচিব করে অর্থ কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, ২১ নভেম্বর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে উদ্বোধক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাক ওবায়দুল কাদের, প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রধান বক্তা যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ উপস্থিত থাকবেন। এরআগে ২০১৫ সালের ৩ মার্চ জেলা স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন পিংকুকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, সম্মেলনে বর্ণিল আয়োজন থাকবে। এতে জেলার অর্ধলাখ নেতাকর্মী অংশ নেবেন। এরইমধ্যে সম্মেলন সফল করতে ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো তাদের দায়িত্ব পালন শুরু করেছে।

কাজল কায়েস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।