সম্মেলনে বিশৃঙ্খলাকারীদের আওয়ামী লীগে জায়গা হবে না: নাহিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০২২
সংঘর্ষ থামার পর মঞ্চে বক্তব্য দিচ্ছেন নুরুল ইসলাম নাহিদ।

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আজকের সম্মেলনে যারা বিশৃঙ্খলা করেছে তাদের আওয়ামী লীগে জায়গা হবে না। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা বিএডিসি মাঠে দুপক্ষের সংঘর্ষের পর সোমবার (১৪ নভেম্বর) বিকেলে সম্মেলন মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের উন্নয়ন হয়নি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন আওয়ামী লীগের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না। তাই তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ আট বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন দুপুর ২টায় শুরু হওয়ার কথা। সম্মেলন ঘিরে সকাল থেকে মিছিল নিয়ে বিএডিসি মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর পৌনে ২টায় উপস্থিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

মঞ্চে ওঠার ৫ মিনিট পর দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করে। উঠতে না পেরে মঞ্চের দিকে ইটপাটকেল মারতে থাকেন। পরে দিরাই আওয়ামী লীগের বর্তমান সভাপতি সুহেল আহমদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে ২০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার এক ঘণ্টা পর ফের সম্মেলন শুরু হয়।

মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আজকের ঘটনায় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। এটা সত্যি দুঃখজনক।

তবে অভিযোগের বিষয়ে মাঠে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

লিপসন আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।