পলাশবাড়ীতে বিএনপি নেতা গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা সদরের গৃধারীপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিএনপি নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে শহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
অমিত দাশ/এফএ/এমএএস/আরআইপি