যশোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৫ নভেম্বর ২০২২

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি খুলনার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌর এলাকার তালতলাহাট রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় আসেন এবং তালতলাহাট এলাকার এক বাড়ি থেকে পানি পান করেন। পরে আবার খুলনার দিকে হাঁটতে থাকেন। এসময় দুপুরে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

নিহত বৃদ্ধার বড় ছেলে মো. বাশার হাসান জানান, তার মা নিলুফা ইয়াসমিন নওয়াপাড়ার প্রফেসরপাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে আসেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তার মা মানসিক ভারসাম্যহীন এবং কানে কম শুনতে পেতেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, তালতলাহাট স্টেশনের সামনে সোমবার দুপুরে নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধা খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিলন রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।