এক বছরের সাজা নিয়ে ছয় বছর পলাতক, অবশেষে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৭ নভেম্বর ২০২২

ছয় বছর পালিয়ে থেকেও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ হাসানের (৪০) শেষ রক্ষা হয়নি। তিনি এক বছরের সাজা থেকে বাঁচতে ছয় বছর পালিয়ে ছিলেন চট্টগ্রামে।

অবশেষে বুধবার (১৬ নভেম্বর) রাতে তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি উপজেলার উত্তর চর চান্দিয়া ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।

উপজেলার উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ি থেকে মোহাম্মদ হাসানকে গ্রেফতার করা হয়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনাগাজী থানার এএসআই মো. জুয়েল সরকার জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৭ সালে মোহাম্মদ হাসানকে গাঁজাসহ গ্রেফতার করে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। আদালত ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাওয়ার হাসানের খোঁজে মাঠে নামি আমরা। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। হাসান গ্রেফতার এড়াতে ঘন ঘন স্থান পরিবর্তন করতেন। সম্প্রতি স্থানীয় একজনের কাছে খবর পাই হাসান চট্টগ্রামে থাকেন। মাঝেমধ্যে রাতের আঁধারে বাড়িতে আসেন। আবার ভোর হওয়ার আগেই চলে যান। বুধবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। পরে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান বলেন, আজ তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।