বেনাপোলে যাত্রীর জুতার ভেতর মিললো সোনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১১:৫০ পিএম, ১৭ নভেম্বর ২০২২

যশোরের বেনাপোলে ২৩২ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ রিপন (৪৪) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপন মুন্সিগঞ্জ জেলার হারিদিয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। গ্রেফতার ব্যক্তি ইমিগ্রেশনে প্রবেশ করার পর দেহ তল্লাশি করলে তার পায়ের জুতার ভেতরে ২৩২ গ্রাম ওজনের দুটি সোনার বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা। আটক ব্যক্তিকে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।