২০ দুস্থ নারী পেলেন ৪০ ছাগল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৮ নভেম্বর ২০২২

নড়াইলে দুস্থ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ২০ নারীর মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নেবারলী অরগানাইজেশন ফর ভলান্টারি অ্যাক্টিভিটিসের (নোভা) আয়োজনে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মো. জিল্লুর রহমান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন প্রমুখ।

এদিকে দুটি করে ছাগল পেয়ে খুশি আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের বিধবা হাসিনা বেগম, রামচন্দ্রপুর গ্রামের বিধবা জাহি খাতুন, কমলাপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ছবেদা বেগম, সীমাখালী গ্রামের দুস্থ সুরজাহান বেগমসহ ২০ নারী।

এর আগে উপকারভোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে ছাগল পালন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ হোসেন।

হাফিজুল নিলু/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।