যশোরে সেনেগাল সমর্থকদের র‌্যালি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৯ নভেম্বর ২০২২
যশোরের মনিরামপুরে সেনেগাল সমর্থকদের র‌্যালি

যশোরের মনিরামপুরের মদনপুর গ্রামে র‌্যালি করেছেন কাতার বিশ্বকাপে সেনেগালের সমর্থকরা। ফুটবলপ্রেমী শতাধিক যুবক এই র‌্যালিতে অংশ নেন।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে তারা সেনেগালের জার্সি পরে ও পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করেন।

সেনেগালের সমর্থক ও মদনপুর বাজারের জোনাকির আলো সমবায় সমিতির নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম তোতা জানান, তারা বিগত ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ খেলা দেখে সেনেগালকে সমর্থন করছেন। কারণ, সেলেগালের খেলোয়াড়দের কলাকৌশল মনোমুগ্ধকর। এছাড়া সেনেগালের খেলোয়াড়রা অধিক পরিশ্রমী ও সাদমাটা; এটিও তাদের ভাল লাগে।

মিলন রহমান/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।