পিরোজপুরে পিকআপের চাপায় প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ১১:২৮ এএম, ২০ নভেম্বর ২০২২

পিরোজপুরে বালু বোঝাই পিক আপের চাপায় মো. রিয়াজ হাওলাদার (৪৭) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার পাড়েরহাট সড়কের ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ হাওলাদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মো. লতিফ হাওলাদারের ছেলে।

রিয়াজ হাওলাদারের শ্বশুর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সকাল ৭টার দিকে বাড়ি থেকে যাত্রী নিয়ে বের হন রিয়াজ। যাত্রীদের পিরোজপুরে নামিয়ে দিয়ে ইন্দুরকানি ফেরার পথে বালু বোঝাই একটি পিক আপ রিয়াজকে চাপা দেয়। ঘটনাস্থলেই রিয়াজ মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, সকালে ফায়ার সার্ভিস রিয়াজ হাওলাদার নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সকালে পাড়ের হাট সড়কে বালু বোঝাই পিকআপের চাপায় রিয়াজ হাওলাদার নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।