বাসের চাকার নিচে পড়ে কনস্টেবলের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২০ নভেম্বর ২০২২

বরিশালে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকার নিচে পড়ে মো. রমজান নামের পুলিশের এক কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি গৌরনদী মডেল থানায় কর্মরত। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার মেজর এমএ জলিল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে গুরুতর আহত ওই পুলিশ কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, কনস্টেবল রমজান গৌরনদী থেকে মোটরসাইকেলে করে জেলা পুলিশ লাইনসে রেশন তোলার জন্য যাচ্ছিলেন। পথে মেজর এমএ জলিল সেতুর ওপর একটি গাড়ি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহন কোম্পানির (ঢাকা মেট্রো ব- ১৪-৩২১৩) ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, কনস্টেবল রমজান ঢাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে গৌরনদী মডেল থানায় যোগদান করেন। বাসের চাকার নিচে চাপা পড়ে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কনস্টেবল রমজানের চিকিৎসার বিষয়ে তিনিসহ জেলা পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। পাশাপাশি গৌরনদী হাইওয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক পালিয়েছেন। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার পাশাপাশি চালককে শনাক্ত করে গ্রেফতারে হাইওয়ে থানা পুলিশ কাজ করছে।

সাইফ আমীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।