ভোলায় পৌনে ৬ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০২২

ভোলায় ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। এসব জালের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা গেছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে ভোলার শহরের তিনখাম্বা এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল এতথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিনখাম্বা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সড়ক থেকে ১৬ লাখ ২০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যান।

জব্দ জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা শাফিউল কিঞ্জল।

 

জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।