যশোরে ছাত্রলীগের বর্ধিত সভায় দুপক্ষের হাতাহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২০ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

যশোরে ছাত্রলীগের বর্ধিত সভা শুরুর আগে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতলবিশিষ্ট অডিটোরিয়াম থেকে হুড়োহুড়ি করে অনেকেই একসঙ্গে বাইরে বের হতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ পাঁচ বছর পর ২৪ নভেম্বর জেলা আওয়ামী লীগের আয়োজনে যশোর স্টেডিয়ামে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ সফল করতে রোববার সন্ধ্যায় বর্ধিত সভার আয়োজন করে জেলা ছাত্রলীগ। যশোর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ওই বর্ধিত সভায় বিকেল থেকেই বিভিন্ন ইউনিট থেকে মিছিল সহকারে উপস্থিত হন নেতাকর্মীরা।

একপর্যায়ে মিলনায়তনে প্রবেশ নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে অডিটোরিয়ামের ভেতর থেকে বের হতে গিয়ে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে হাতাহাতির ঘটনা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমাদের অনুষ্ঠানকে কেউ বিতর্কিত করতে এমন অপ্রচার চালাচ্ছেন।

জেলা ছাত্রলীগের সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, ‘এই অনুষ্ঠানের আগে জেলা যুবলীগের বর্ধিত সভার প্যানা টানানো নিয়ে মারামারি হয়েছিল। সেই ভিডিওটা ওই ঘটনার হতে পারে। আমাদের বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে হয়েছে।’

ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, একটু ঠেলাঠেলি হয়েছে। তাৎক্ষণিকভাবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এদিকে, ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনার প্রায় ৪০ মিনিট পর বর্ধিত সভায় উপস্থিত হন প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, আগামী ২৪ নভেম্বর যশোরের সমাবেশের মধ্যে দিয়ে প্রমাণ হবে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। যশোরের স্টেডিয়াম জনমানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে। আপনারা খেয়াল করবেন, কয়েক মাসে বিএনপি কয়েকটি বিভাগীয় সমাবেশ করেছে। সেখানে অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশ করলেও বিএনপির কিছু এজেন্ডা বাস্তবায়নকারীরা সমাবেশের ছবি এডিট করে জনসমাগম দেখিয়েছে। আসলেই তাদের কর্মসূচিতে তেমন লোক হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের পরিচালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।