যশোরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২১ নভেম্বর ২০২২
আসাদুজ্জামান আসাদ

ছুরিকাঘাতে আহত যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ মারা গেছেন গেছেন। সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

আসাদের বাড়ি যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকার বনানী রোডে।

ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আসাদের ছোট ভাই সাইদুর রহমান জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সোমবার দুপুর ১২টার দিকে সেখানে তিনি মারা যান।

সাইদুর রহমান বলেন, এই ঘটনায় আমি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বুনো আসাদের মৃত্যুর খবর শুনেছি। ওই হামলার ঘটনায় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বাকিরা আদালতে আত্মসমর্পণ করেছে।

আসাদের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র, বোমাবাজি, চাঁদাবাজিসহ কয়েক ডজন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

মিলন রহমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।