মুন্সিগঞ্জে বিএনপির ১০ নেতাকর্মী রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২২

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতাকর্মীর দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ নভেম্বর) মুন্সিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে প্রত্যেকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক কাজী কামরুল ইসলাম।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করলে প্রত্যেকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত যুবদলকর্মী সাওন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এ ঘটনায় ১৪ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা করা হয়।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।