প্রস্তুতি সভা শেষে ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:২২ পিএম, ২২ নভেম্বর ২০২২

টাঙ্গাইল জেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে ফেরার পথে ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ, টাঙ্গাইল পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, জেলা যুবদল নেতা হেলাল, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বাসাইলের আমিনুরসহ ১২ নেতাকর্মী।

মঙ্গলবার (২২ নভেম্বর) টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেহানুল বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মঙ্গলবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রস্তুতি সভা শেষে ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

এর আগে সোমবার (২১ নভেম্বর) বিকেলে শহরের ফুলি কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির ২৩টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র নেতা, যুবদল, ছাত্রদলসহ এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রস্তুতি সভা শেষে ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বানচাল করতে সরকারের মদদে এই গ্রেফতার অভিযান পরিচালনা করছে পুলিশ। এ কারণে শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে বাড়ি ফেরার পথে ওই নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। এটি খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, এরই জের ধরে নাগরপুর ও কালিহাতির নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতারের ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের ঢাকার গণসমাবেশে যাওয়া ফিরিয়ে রাখা যাবে না। টাঙ্গাইল থেকে কমপক্ষে পঁচিশ হাজার নেতাকর্মী ঢাকার গণসমাবেশে যাবে।

আরিফ উর রহমান টগর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।