লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওহাব (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আদিতমারী থানা সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল ওহাব মোটরসাইকেলযোগে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে পড়েন ওহাব। তাকে এলাকাবাসী উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান জাগো নিউজকে বলেন, হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানায় পুলিশের।
রবিউল হাসান/এসজে/এমএস