শেখ হাসিনা দেবীতুল্য মানুষ: আসামের স্পিকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২২

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দইমারী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো। তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন। তিনি জ্ঞানী মানুষ, দেবীতুল্য মানুষ।

তিনি আরও বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। অনেক পরিশ্রম করে মানুষের আর্থিক ব্যবস্থা উন্নয়ন করেছেন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।

চার দিনের বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন আসামের স্পিকার।

এরআগে শনিবার (১৯ নভেম্বর) সকালে বিধানসভার ৩৫ জনসহ ৬২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসেন স্পিকার বিশ্বজিৎ দইমারী।

স্পিকার বিশ্বজিৎ দইমারী বলেন, ‘বৃটিশ থেকে আমরা স্বাধীন হয়েছি ৭৫ বছর হলো। পরে স্বাধীন দেশ হিসেবে সীমানার কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছিল। ৭৫ বছর পর দূরত্ব গোছাতে কাজ শুরু করেছি। আমি আশা করি মাঝখানে কোনো সীমা থাকবে না। আসাম, মেঘালয় ও ত্রিপুরা সীমান্তে আদান-প্রদান বাড়বে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত থেকে তেল আসার কাজের প্রস্তুতি চলছে। তা খুব শিগগির বাস্তবায়ন হবে। বাণিজ্য বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যেসব প্রকল্পের কাজ চলছে, সেগুলো দ্রুত শেষ করা হবে। বাংলাদেশের সঙ্গে নতুন কয়েকটি সীমান্ত হাট খোলা হবে। বন্ধ হাটগুলো খুলে দিতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় আখাউড়া চেকপোস্টে আসাম সরকারের প্রতিনিধি দলকে বিদায় জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।