যশোরে আওয়ামী লীগের স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ নেবে: নানক
যশোর স্টেডিয়ামে বৃহস্পতিবার আওয়ামী লীগের স্মরণকালের বৃহত্তম জনসভা হবে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, জনসভাটি আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৭ মাস পর জনগণের সঙ্গে সরাসরি কোনো জনসমুদ্রে উপস্থিত হবেন। এ জনসভায় তিনি শুধু যশোরবাসীর জন্য না, তৃণমূল আওয়ামী লীগ ও দেশবাসীর উদ্দেশ্য ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, আমাদের সভা-সমাবেশ কোনো রাজনৈতিক দলের ওপর পাল্টা কর্মসূচি নয়। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বলেই এসব কর্মসূচি হাতে নিয়েছি। আগামী বছরের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচনটি দেশবাসীর কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দলীয়ভাবেও আওয়ামী লীগের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিদর্শনকালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ দলের নেতারা।
মিলন রহমান/এসজে/জিকেএস