কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো কুয়েত প্রবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৩ নভেম্বর ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান চাপায় পায়েল সরদার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

jagonews24

নিহত পায়েল সরদার জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে। তিনি কুয়েত থেকে আড়াই মাস আগে দেশে ফিরেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আহত মোটরসাইকেলচালকের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবার দিকে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী যাচ্ছিলেন। সুলতানপুর নামক এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

jagonews24

ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কাভার্ডভ্যানটি আটক করা যায়নি। যানজট নিরসনের কাজ চলছে।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।