লালমনিরহাটে সার মজুত ও বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৪ নভেম্বর ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়খাতা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।

এসময় হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা (ভার) হুসাইন মোহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।

jagonews24

সার লুকিয়ে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন- এমন খবর পেয়ে থানা পুলিশ নিয়ে বড়খাতা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন।

এসময় সার গোডাউনে লুকিয়ে রেখে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে বিডিআর বাজারের রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা এবং বাবলা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন জাগো নিউজকে বলেন, বড়খাতা বাজারে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে সারের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মো. রবিউল হাসান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।