লক্ষ্মীপুরে পুলিশি বাধায় ছাত্রদলের কর্মসূচি পণ্ড, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৪ নভেম্বর ২০২২

লক্ষ্মীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। এসময় উভয়পক্ষের হাতাহাতিতে তিন পুলিশ সদস্যসহ ছাত্রদলের ১২ নেতাকর্মী সামান্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের প্রধান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে শহরের চক বাজার এলাকা থেকে মিছিলটি বের করে ছাত্রদল।

আহত পুলিশ সদস্যরা হলেন- শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।

jagonews24

ছাত্রদল নেতাকর্মীরা হলেন- সাজ্জাদ হোসেন শুভ, আশরাফ হোসেন, নোবেল আহমেদ, মো. শাহীন, সুহাস হান্নান, শহীদুল ইসলাম, সোহেল, ফারুক হোসেন, ইকরাম, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ ও শাওন হাওলাদার। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহতরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাননি।

দলীয় সূত্র জানায়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব দেন। শহরের ব্রিজ পার হলেই পুলিশ মিছিলে বাধা দেয়।

jagonews24

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দেয়। এসময় ঘুষি-লাথি মেরে ১২ জন নেতাকর্মীকে আহত করে। পুলিশি বাঁধা অতিক্রম করে তারা মিছিল সম্পন্ন করে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমনাত্মক ছিলেন। বাজারের যানজট সৃষ্টি করে তারা মিছিল বের করে। এতে বাঁধা দিলে তারা ইট-পাটকেল ছোড়েন। আমাদের তিনজন সদস্য আহত হয়। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।


কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।