মুন্সিগঞ্জে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৪ নভেম্বর ২০২২

ব্রাজিলের খেলা ঘিরে উন্মাদনা চলছে মুন্সিগঞ্জের ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকদের মধ্যে। ব্রাজিলের প্রথম ম্যাচ ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে পশ্চিম দেওভোগ অনির্বাণ ক্লাবের আয়োজনে শহরের পশ্চিম দেওভোগ এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা শহরের কাচারি-সুপার মার্কেট ও পুরাতন বাসস্ট্যান্ড মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।

মুন্সিগঞ্জে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও

এতে মোটরসাইকেল ও হেঁটে অংশ নেন বিভিন্ন বয়সী কয়েক শতাধিক ব্রাজিল সমর্থক। এসময় সবুজ-হলুদ রঙের ব্রাজিলের পতাকা উড়িয়ে ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ব্রাজিলের টি-শার্টের পাশাপাশি আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের টি-শার্ট পরিহিত সমর্থকদেরও দেখা যায় শোভাযাত্রায়।

র‌্যালিতে অংশ নেওয়া রাহাত হোসেন বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দূর থেকে তাদের উৎসাহ দিতে আমাদের এ আয়োজন।

মুন্সিগঞ্জে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও

আরেক ব্রাজিল সমর্থক আজাদ বলেন, চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা। খেলায় হারজিত থাকবে। তবে এবার ব্রাজিলের জয় হবে এটাই প্রত্যাশা।

আর্জেন্টিনা টি-শার্ট পরা একজন বলেন, আমি ব্রাজিলের সাপোর্টার, তবে আমার স্ত্রী আর্জেন্টিনা। তার দেওয়া টি-শার্ট পরেছিলাম। দেখলাম ব্রাজিলের র‌্যালি তাই অংশ নিয়েছি।

মুন্সিগঞ্জে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও

আর্জেন্টিনা টি-শার্ট পরা আরেকজন বলেন, খেলা ভালোবাসি। আর্জেন্টিনার সাপোর্ট করি। তবে নেইমারকেও ভালো লাগে। তাই ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিয়েছি।

ব্রাজিলের আরেক নারী সমর্থক বলেন, নান্দনিক ফুটবল মানেই ব্রাজিল। ব্রাজিলে নেইমার আছে। তাই আমরা ব্রাজিল করি। মাঠে গিয়ে হয়তো খেলা দেখতে পারবো না। তাই সমর্থন জানিয়ে মিছিলে অংশ নিলাম।

মুন্সিগঞ্জে ব্রাজিলের শোভাযাত্রায় অংশ নিলেন আর্জেন্টিনা সমর্থকরাও

শোভাযাত্রাটি বিকেল ৫টার দিকে পুনরায় পশ্চিম দেওভোগ অনির্বাণ ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

আরাফাত রায়হান সাকিব/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।