বারহাট্টায় বিএনপির অফিস ভাঙচুর, কেন্দুয়ায় ৯ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৬ নভেম্বর ২০২২
বারহাট্টা উপজেলা বিএনপির অফিস ভাঙচুর

নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।

বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রহমত আলী বলেন, শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হচ্ছিল। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। তারা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান বলেন, যতদূর শুনেছি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল নিক্ষেপ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতিসহ নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল হেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা সাদ্দাম হোসেন, আঞ্জু মেম্বার ও মো. মাসুদ মিয়া।

জানা গেছে, নাশকতার অভিযোগ ও বিশেষ ক্ষমতা আইনে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ওই নেতাকর্মীদের গ্রেফতার করে। পুলিশের দাবি, এসব নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে ককটেল ফাটিয়ে নাশকতাসহ জনমতে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। এ ঘটনায় সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, বিনা কারণে গায়েবি মামলা দেখিয়ে নয় নেতাকর্মীকে পুলিশ বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সবার নিঃশর্ত মুক্তি চাই।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার নেতাকর্মীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এইচ এম কামাল/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।