সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গেন্দুগুড়ি সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম সাদ্দাম (৩৫) উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের আছির উদ্দিনে ছেলে।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাবেরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে হাতীবান্ধা উপজেলার ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন গেন্ধুগুড়ি সীমান্তের ৯০১ নম্বর পিলার সংলগ্ন জিরোলাইন থেকে ১০০ গজ ভারতের ভেতরে শরিফুল ইসলাম সাদ্দামসহ চার থেকে পাঁচজন চোরা কারবারি প্রবেশ করেন। এসময় ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা সাদ্দামকে আটক করে নির্যাতন করে তাকে সীমান্তের শূন্যরেখায় ফেলে যান। পরে সহযোগীরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদ্দামের মৃত্যু হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সীমান্তে একজন মারা গেছে। তবে সে কীভাবে মারা গেছে তা জানা যায়নি। আজ বিকেলে এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক রয়েছে।

রবিউল হাসান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।