স্ত্রীর মামলায় হাজিরার দিন মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২

নীলফামারীর জলঢাকায় আব্দুর রউফ (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রউপ ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি খাগড়াছড়িতে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ১৫ দিনের ছুটিতে আসেন আব্দুর রউপ। পারিবারিক কলহের জেরে স্ত্রী রুপালী বেগম তার নামে মামলা করেন। ওই মামলায় হাজিরার দিন ছিল আজ রোববার। শনিবার (২৬ নভেম্বর) রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রউপ। সকালে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাবা-মা। এ সময় তার হাতে একটি চিরকুট পাওয়া যায়।

স্ত্রীর করা মামলা জন্য আত্মহত্যা করেছেন বলে চিরকুটে উল্লেখ করে গেছেন কনস্টবল আব্দুর রউপ।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল বলে জানা গেছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।