ফেনসিডিল বিক্রির সময় দুলাভাই-শ্যালিকা গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদক বিক্রির সময় দুলাভাই ও শ্যালিকাকে আটক করেছে পুলিশ। মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) ও তার শ্যালিকা লাবনী আক্তার (২৬)।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় পানের বরজের পাশে ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন খবরে রোববার দিনগত রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ছয় বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৫২৭০ টাকাসহ দুলাভাই আর শ্যালিকাকে আটক করা হয়। তাদের নামে মাদক আইনে মামলা দেওয়া হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সুমন কুমার মহন্ত জাগো নিউজকে বলেন, মাদকসহ তাদের হাতেনাতে আটক করা হয়। মাদক মামলায় দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম